300X70
সোমবার , ৬ সেপ্টেম্বর ২০২১ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সারাদেশে করোনার টিকা নিয়েছেন ২ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ১৫৬ জন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ৬, ২০২১ ১১:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
মানুষের মাঝে টিকা নেওয়া আগ্রহ বাড়ায় বৈশ্বিক করোনাভাইরাসে প্রকোপ দিন কমতে শুরু করেছে। বাংলাদেশে এ পর্যন্ত কোভিড-১৯ টিকার ২ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ১৫৬ ডােজ প্রয়ােগ হয়েছে। এর মধ্যে প্রথম ডােজ নিয়েছেন ১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৪০৮ এবং দ্বিতীয় ডােজ নিয়েছেন ৮৭ লাখ ৩৩ হাজার ৭৪৮ জন মানুষ।

প্রথম ডােজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৭০২ জন, আর নারী ৮২ লাখ ৭৭ হাজার ৭০৬ জন।। দ্বিতীয় ডােজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫৩ লাখ ১১ হাজার ৩শ’ আর নারী ৩৪ লাখ ২২ হাজার ৪৪৮ জন।

এর মধ্যে অস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়ােগ হয়েছে ১ কোটি ১৬ লাখ ৯২ হাজার ৩৩৬ ডােজ। ফাইজারবায়ােএনটেকের প্রয়ােগ হয়েছে ১ লাখ ৩৭২ ডােজ। চীনের সিনােফার্মের টিকা প্রয়ােগ হয়েছে ১ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪২২ ডােজ। আর মডার্নার টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৬৩ হাজার ৪৭৩ জন প্রথম ডােজ এবং ১০ লাখ ২৫ হাজার ৯৯৩ জুন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এদিকে ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়ােএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮৫ হাজার ৭২৮ এবং নারী ১৪ হাজার ৬৪৪ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৫ হাজার ৭৭৩ জন প্রথম ডােজ এবং ৪৪ হাজার ৫৯৯ জন দ্বিতীয় ডােজ নিয়েছেন। প্রথম ডােজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৭ হাজার ৮৮৮ এবং নারী ৭ হাজার ৮৮৫ জন। আর দ্বিতীয় ডােজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৮৪০ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৭৫৯ জন।

চীনের সিনেফার্মের টিকার প্রয়ােগ হয় ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণ-র্টিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৬৯ লাখ ৫৬ হাজার ২৩৯ এবং নারী ৫৭ লাখ ৩৫ হাজার ৭৪৩ জন।

এই টিকা গ্রহণকারীদের মধ্যে ১ কোটি ৩ লাখ ৮২ হাজার ৮৮১ জন প্রথম ডােজ এবং ২৩ লাখ ৯ হাজার ৫৪১ জন দ্বিতীয় ডােজ নিয়েছেন। প্রথম ডােজ টিকা গ্রহণকারী পুরুষ ৫৬ লাখ ৫১ হাজার ১৩০ এবং নারী ৪৭ লাখ ৩১ হাজার ৩১১ জন। আর দ্বিতীয় ডােজ টিকা গ্রহণকারী ১৩ লাখ ৫ হাজার ১০৯ জন পুরুষ এবং নারী ১০ লাখ ৪ হাজার ৪৩২ জন।

এছাড়া গত ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশন গুলােতে মডার্নার টিকা দেয়া শুরু হয়। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২১ লাখ ১৪ হাজার ৪৩৬ এবং নারী ১৪ লাখ ৭৫ হাজার ৩০ জন।

এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৬৩ হাজার ৪৭৩ জন প্রথম ডােজ এবং ১০ লাখ ২৫ হাজার ৯৯৩ জন দ্বিতীয় ডােজ নিয়েছেন। প্রথম ডােজ টিকা। গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৮৭ হাজার ৭১৮ এবং নারী ১০ লাখ ৭৫ হাজার ৭৫৫ জন। আর দ্বিতীয় ডােজ টিকা গ্রহণকারী ৬ লাখ ২৬ হাজার ৭১৮ জন পুরুষ এবং নারী ৩ লাখ ৯৯ হাজার ২৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল রােববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৯১ লাখ ৩৫ হাজার ৯৫৬ জন করােনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৪০১ এবং পাসপাের্ট নম্বর দিয়ে ৫ লাখ ১৫ হাজার ৫৫৫ জন নিবন্ধন করেছেন।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

সুলতান’স ডাইনের কাচ্চির মাংস নিয়ে সন্দেহ, তোলপাড় নেটদুনিয়া!

নিবন্ধনের জন্য ৯২টি দৈনিকের অনলাইন সংস্করণের অনুমোদন

ঢাকা মেয়র কাপ ঢাকাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছে : মেয়র শেখ তাপস

কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

মিয়ানমারের ওপর তিন প্রভাবশালী দেশের নিষেধাজ্ঞা

রোজায় নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং করা হবে : কৃষিমন্ত্রী

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

কুমিল্লায় সিএনজি চালককে জবাই করে হত্যা : তিন জনকে মৃত্যুদণ্ড

মিরপুরে ডিবিএইচের কাস্টমার সার্ভিস সেন্টার উদ্বোধন

সুষ্ঠু-অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক: কাদের

ব্রেকিং নিউজ :