এম এ মান্নান, লালমনিরহাট : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আর্ন্তজাতিক যোগাযোগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের অভ্যন্থরিন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশের রেল যোগাযোগ ব্রডগেজ ও একমুখী করতে কাজ করছে সরকার। খুব দ্রুততম সময়ের মধ্যে দেশের প্রতিটি রেলস্টেশনকে ঘীরে যেন মাল্টিপারপাস অর্থনৈতিক কর্মকান্ড পরিচালিত হয় সেজন্যও কাজ চলমান রয়েছে।
সন্ধ্যায় লালমনিরহাট রেলওয়ে স্টেশনের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন কালে রেলপথ মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সময়ের প্রয়োজনে পুরো পৃথিবীব্যাপী রেল ব্যবস্থা চালু করা উচিৎ। মুজিব শতবর্ষে বাংলাদেশের রেলস্টেশনগুলো ইতিমধ্যেই অনেকাংশে আধুনিকায়ন করা হয়েছে, যেসব স্টেশনগুলি আধুনিকায়ন কাজ বাকি রয়েছে এগুলি দ্রুত সময়ে কাজ শুরু করা হবে ।
অনুষ্ঠানে রেল পথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, জেলা আ’লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সফুরা বেগম রুমী, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ রেল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।