বাহিরের দেশ ডেস্ক: সারাবিশ্বে বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ আবারো বেড়েছে। গত কয়েক দিন ধরে আবারো বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলক বেড়েছে। করোনাভাইরাসের প্ররকাপ বৃদ্ধি পাওয়ায় বিশ্বের কোন কোন দেশে লকডাউন ঘোষণা করার খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে।
সবশেষ সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ লাখ ৮১ হাজার ৯৬৩ জন। আর বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ১২ কোটি ১২ লাখ ২৯ হাজার ৭৯৭ জনে। আর বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার ২৪৭ জন।
ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৪৯ হাজার ৩৬৭ জন মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩ কোটি ১ লাখ ৯২ হাজার ২২৪ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৩৮৯ জন।
যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৯ হাজার ৬০১ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৮২ হাজার ৪০০ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ২ লাখ ৪ হাজার ৫৪১ জন।
এদিকে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখ ৩৮ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৭৯ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১০ লাখ ৪৩ হাজার ৩৭৭ জন।