বাঙলা প্রতিদিন প্রতিবেদক : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১-প্রাপ্ত সাহিত্যিক ও রাজনীতিবিদ হায়দার আকবর খান (১৯৪২-১৯২৪) আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানাই। লাল সালাম!
২০২০ সালে এক বিকেলে ফোন করলেন বাংলা একাডেমির এক কবি-ফেলো। জানতে চাইলেন ভাল কোনো আত্মজীবনীর নাম। আমি হায়দার আকবর খান রনোর ‘শতাব্দী পেরিয়ে’ এবং নির্মল সেনের ‘মা জন্মভূমির’ কথা বললাম। তিনি বললেন দু-জনই অন্য ঘরানার লেখক। রাজনীতিবিদ হয়েও তাঁদের লেখার সাহিত্যমূল্য আছে। নির্মলদা তো বেঁচে নেই, তুমি রনো ভাইয়ের বায়োডাটা সংগ্রহ করতে পারো?’ আমি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে রনো ভাইয়ের বইয়ের ফ্ল্যাপ থেকেই তথ্য সংগ্রহ করে পাঠালাম। তাঁর নাম প্রস্তাবিত হরেও সে বছর আত্মজীবনী/স্মৃতিকথা বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন ফেরদৌসী মজুমদার। কবিতা, কথাসাহিত্য, শিশুসাহিত্য, প্রবন্ধ ক্যাটাগারিতে অনেক নাম সামনে ভাসতে থাকলে আত্মজীবনী/স্মৃতিকথা বিষয়ক রচয়িতাদের নাম সহসাই মনে পড়ে না। তাই পরের বছর আমার কাছে যে কজন এই বিভাগের নাম জানতে চেয়েছেন আমি তাঁদেরকে রনো ভাইয়ের নাম বলেছ, তথ্য যুগিয়েছি। কী কারণে জানতে চাইতেন, তা কাউকে জিগ্যেস করিনি। ২০২১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন আত্মজীবনী/স্মৃতিকথা বিভাগে অবদানের জন্য। ফোন করে অভিনন্দন জানালে তিনি বললেন ‘এই তপন, আমি তো সাহিত্যিক নই। আমি তো এই কখনো পুরস্কার প্রত্যাশাও করি নাই। আমার নাম কী করে এলো?’ আমি কোনো জবাব দিইনি। বলেছি, প্রস্তাবক এসেছে আর জুরি বোর্ড যোগ্য মনে করেছে, তাই পেয়েছেন। আমরা খুশি আপনার প্রাপ্তিতে। তিনি বলেন, ‘আমিও খুশি’। তাঁর দুই বছরে আমিও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ায় তিনি খুশি হয়েছিলেন।
রনো ভাইয়ের একটি দীর্ঘ বক্তৃতা শুনেছিলাম প্রগতিশীল সাহিত্য আন্দোলন নিয়ে। ঘণ্টাখানেক। ওটি অনুলিখন করা হলে চমৎকার এক বই হয়ে। কোয়ান্টাম পদার্থবিদ্যা নিয়ে তিনি একটি চমৎকার বই লিখেছেন। একদিন বললেন, ‘দেখো, আমি পদার্থবিদ্যার ছাত্র ছিলাম। কিন্তু চর্চা তো করি না। তো, তোমার শামসুজ্জামান খান তো আমাকে বলে বই লিখতে’। সেই বই বের হলো—‘ কোয়ান্টাম জগৎ – কিছু বৈজ্ঞানিক ও দার্শনিক প্রশ্ন’। আমি পড়ে দেখি যে, এ যাবৎ এই বিষয়ে যা জেনে এসেছি তা খুব বেশি প্রযুক্তির ভাষায় লেখা বলে আত্মস্থ করতে পারিনি। কিন্তু রনোভাই লিখেছেন প্রাঞ্জল সাহিত্যের ভাষায়। আমি বইটির একটি আলোচনাও লিখেছি ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’য়। রবীন্দ্রনাথ নিয়ে, লালন নিয়ে, ফোকলোর নিয়ে তাঁর ব্যাপক ধারণা ছিল। রাজনীতিবিদগণ এই সব বিষয়ে তেমন পড়ালেখা করার সময় পান না। কিন্তু রনো ভাই বিরল ব্যতিক্রম এই দেশে। তিনি রাজনীতির পাশাপাশি বিজ্ঞানচর্চা করেছেন, সাহিত্য চর্চা করেছেন। তাঁকে শ্রদ্ধা জানাই।
কেউ রাজনৈতিক দল বদল করলে সুবিধাবাদের দিকে ঝোঁকে। রনো ভাই এই ক্ষেত্রেই বিরল ব্যতিক্রম। একসময় ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তাঁর সহযোদ্ধারা যখন ক্ষমতার স্বাদ গ্রহণে ব্যস্ত, তখন তিনি যোগ দিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে (সিপিবি)। আমৃত্যু তিনি ত্যাগী নেতা হয়েই রইলেন।
তাঁর কন্যা রানা সুলতার সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে। আমাকে দাদা বলেই ডাকে। সেই সূত্রে তাঁর পিতা আমার জ্যাঠা হওয়ার কথা, আমার পিতার চেয়ে বড় হওয়ায়। কিন্তু তিনি হয়ে রইলেন আমাদের সকলের ‘রনোভাই।’
শ্রদ্ধা জানাই এই অগ্রজ অভিভাবককে।