নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: রাজধানীর সায়েদাবাদ ও দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলেন- আল-আমিন, মিঠু, আকাশ, লিটন, নুরুজ্জামান, মিরাজ, হৃদয়, জাফর আলী সরদার।
মঙ্গলবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত র্যাব-১০-এর একটি আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু, দুটি ছুরি, একটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া সোমবার (৪ জুলাই) র্যাব-১০-এর আরেক অভিযানে যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকেও ছিনতাইকাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু, চারটি ছুরি, তিনটি মোবাইল ও এক হাজার টাকা জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে-গ্রেফতাররা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাইয়ের মামলা করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।