নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : বিশ্ব শ্রবণ দিবস-২০২২ উপলক্ষে সিএমএইচ ঢাকা এর ইএনটি বিভাগের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩ মার্চ ) একটি র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব শ্রবণ দিবস-২০২২ এর এবারের মূল প্রতিপাদ্য বিষয় হলো- ঞড় যবধৎ ভড়ৎ ষরভব, ষরংঃবহ রিঃয পধৎব.
আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সিএমএইচ ঢাকা এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ, বিএসপি, এমফিল, এমপিএইচ। মূল প্রবন্ধ পাঠ করেন নাক, কান, গলা এবং হেড নেক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান কর্নেল মোহাম্মদ সিরাজুল ইসলাম, এফসিপিএস।
অনুষ্ঠানে চীফ ফিজিশিয়ান জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুর রাজ্জাক, বিএসপি, পিআরএম, এফসিপিএস, এমসিপিএস বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন। পরিশেষে দিবসটি সম্পর্কে আলোকপাত করেন প্রধান অতিথি চীফ সার্জন জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিকুল আলম, এসপিপি, এমএস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৫% এরও বেশি শ্রবণশক্তি হ্রাসে ভুগছে। ৫% একটি ছোট সংখ্যা বলে মনে হলেও এটি সারা বিশ্ব জুড়ে ৩৬০ মিলিয়নেরও বেশি যা ২০৫০ সাল নাগাদ ২.৫ বিলিয়নে পোঁছানোর আশংকা রয়েছে। বক্তারা বিশ্ব শ্রবণ দিবস-২০২২ এ শ্রবণ শক্তির গুরুত্ব এবং শ্রবণ শক্তি হ্রাস প্রতিরোধে করণীয় সম্পর্কিত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।