অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডকে সিএমএসএমই খাতে প্রণোদনা ঋন বিতরণ করায় বাংলাদেশ ব্যাংক অভিনন্দনস্বরূপ প্রশংসাপত্র প্রদান করেছে।
লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খাজা শাহরিয়ার বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব ফজলে কবিরের কাছ থেকে ২০২০-২০২১ অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণের প্রশংসাপত্রটি গ্রহণ করেন। এই স্বীকৃতি অর্জন করায় লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড পরিবার গর্বিত।
পরবর্তী সিএমএসএমই প্রণোদনা প্যাকেজের লক্ষ্যমাত্রা পূরণ ও বাংলাদেশ এর অর্থনৈতিক সমৃদ্ধি সাধনে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে।