অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : অতি সম্প্রতি হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেড (এইচএফসিএল) করপোরেট সামাজিক দায়বদ্ধতা পরিপালনে শীতার্ত গরীব ও দু:স্থ জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের অন্যতম এনজিও ঢাকা আহ্ছানিয়া মিশনকে মিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৩ লক্ষ টাকার চেক প্রদান করেন।
হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেডের সম্মানীত ব্যবস্থাপনা পরিচালক জনাব খন্দকার রুমী এহসানুল হক ঢাকা আহ্ছানিয়া মিশনের মাননীয় প্রেসিডেন্ট জনাব কাজী রফিকুল আলমের নিকট উক্ত চেক হস্তান্তর করেন। আলম হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেডের জনহিতৈষী কাজের ভূয়সী প্রশংসা করেন।
চেক প্রদান অনুষ্ঠানে হজ্ব ফাইন্যান্স কোম্পানী লিমিটেডের মানব সম্পদ বিভাগ প্রধান এবং কোম্পানী সচিব উপস্থিত ছিলেন।