বিনোদন ডেস্ক: অবশেষে আদালতের আদেশে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে বহাল হলেন জায়েদ খান।
বুধবার জায়েদ খানকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ দেওয়ার আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। নির্বচানের তফশিল ঘোষণার পর থেকেই একের পর এক অভিযোগ উঠতে থাকে জায়েদের বিরুদ্ধে।
তার চলচ্চিত্র ক্যারিয়ার বিশ্লেষণে দেখা যায় ; তার অভিনীত কোনো সিনেমাই পায়নি ব্যবসায়িক সফলতা। যদিও এসব নিয়ে তার তেমন কোনো মাথা ব্যথা নেই। তার সমস্ত মনোযোগ সংগঠনটের দিকেই।
শিল্পী সমিতি দায়িত্ব পালনকালে জায়েদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম, সমিতির কার্যালয়ে মদের আড্ডাসহ নানা ধরনের অভিযোগ আনা হয় জায়েদের বিরুদ্ধ। এসব অভিযোগ এনেছেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর অভ্যন্তরীণ বিভিন্ন সংগঠনের নেতারা।
জায়েদ খান বলেন, শিল্পী সমিতিতে আমি শিল্পীদের সেবক মাত্র। আমি অভিনয় করতে এসেছি। যারা বড় বড় জায়গায় নেতৃত্ব দেন তারা ভালো বলতে পারবেন ক্ষমতার অপব্যবহার সম্পর্কে। শিল্পীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সেবা করার জন্য। তাদের সেবা করি।
জায়েদ খানের বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ হলো, তিনি শিল্পী সমিতির অফিসে রাতে মদের আড্ডা বসাতেন।
এই বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন,আমি তো জীবনে জীবনে কোনোদিন মদ স্পর্শ করেননি। আমি কোনোদিন সিগারেট-মদ কোনটিই স্পর্শ করিনি। এটা পুরো ইন্ডাস্ট্রির মানুষ জানেন। কেন যে এই মদের প্রশ্ন আসলো জানি না! যেহেতু মদ্যপান করি না, সেহেতু আসর বসানোর প্রশ্নই আসে না। কেউ প্রমাণ করতে পারবেন না। ’
জায়েদ বলেন, ‘এ ধরনের মিথ্যা অপবাদের মাধ্যমে শুধু একজন শিল্পীকে ছোট করা হয় না, পুরো ইন্ডাস্ট্রিকে ছোট করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান। তবে সেটা না মেনে আপিল করেন প্রতিদ্বন্দ্বী নিপুণ। ভোট পুনর্গণনাতেও জয় পান জায়েদ। এরপর জায়েদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন নিপুণ। সেই অভিযোগের প্রেক্ষিতে জায়েদের প্রার্থীতা বাতিল হয়। তবে শেষ পর্যন্ত হাইকোর্টে গড়ানোর পর বিষয়টির সুরাহা হয়েছে। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে নিপুণ আপিল করবেন ।