চট্টগ্রাম প্রতিনিধি : আন্ত:জিলা বাস মালিক সমিতির নবগঠিত কমিটি আজ বুধবার সকালে সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে নেতৃবৃন্দ মেয়র কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় মেয়র মো. রেজাউল করিম চৌধুরী তাদের অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশর মহাসড়ক গুলোর অনেক উন্নতি হয়েছে। কিন্তু পরিবহন চালক ও পথচারিদের অসাবধনতার কারনে সড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে। এই দূর্ঘটনা পরিত্রানে বাস মালিক সমিতির নেতৃবৃন্দের ভুমিকা অপরিসীম।
নেতৃবৃন্দ চালক, পরিবহণ শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের রাস্তায় সুষ্ঠুভাবে গাড়ি পরিচালনার নির্দেশনা প্রদানসহ তদারকি করলে সড়ক দূর্ঘটনা কমে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মাহাবুবুল হক মিয়া, হাজী জহুর আহমদ, হাজী ইউনুছ কোম্পানি, সভাপতি হাজী গোলাম রসুল বাবুল, কার্যকরী সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সহসভাপতি মো. সাইফুল ইসলাম, হাজী নুরুল হক নুরুল, সাধারন সম্পাদক আলহাজ্ব বদরুল হুদা মুরাদ, অর্থ সম্পাদক ইউছুফ ভুইয়া ও আবুল হাশেম প্রমুখ।