ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ: ট্রাফিক বক্সের বাইরে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে বোমা রিমোট চালিত বোমা উদ্ধার করা হয়েছে। বোমাটি রোবট দিয়ে নিষ্ক্রিয় করেছে বোম ডিস্পোজাল ইউনিটক এর সদস্যরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোমা ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। এর আগে বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে পুলিশ বক্সের সামনে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট ব্যাগের ভেতরে বোমা সদৃশ্য দেখতে পায়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান মেহেদী সিদ্দিকী জানান, নিরাপত্তার স্বার্থে পুলিশ ও র্যাব সদস্যরা ট্রাফিক পুলিশ বক্স ঘিরে রাখে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা ডিসপোজাল ইউনিট ব্যাগের ভেতরে রিমোট চালিত বোমাটি রোবট দিয়ে নিষ্ক্রিয় করে।