নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ হতে হেরোইন, গাঁজা ও ইয়াবসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর পৃথক আভিযানিক দল।
আজ রোববার (১১ জুলাই) বিকাল ৫ টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় একটি অভিযান চালিয়ে ৪০ পুরিয়া হেরোইনসহ রতন সরকার (৩০) ও রুবেল মিয়া (৩১) নামে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ও নগদ- ৩,৯০০/- (তিন হাজার নয়শত) টাকা উদ্ধার করা হয়।
এছাড়া গতকাল শনিবার (১০ জুলাই) সোয়া ১ ঘন্টা ব্যাপী পৃথক অভিযানে র্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজী পূর্বপাড়া এলাকা ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় হতে ৯২০ গ্রাম গাঁজা ও ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে শাহ আলম (৪৯), রুবেল (৩০), আলমগীর হোসেন (৩৮) ও সাইফুল ইসলাম (২৮)। এসময় তাদের নিকট থেকে ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়াও একইদিন রাত ১১ টার দিকে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন ইসলামপুর ওয়াজঘাট রোড এলাকায় অপর একটি অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ শম্ভু নাথ সুর (৪০) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ ও দক্ষিন কেরাণীগঞ্জসহ এর আশেপাশের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।