ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, সুধী সমাজ, শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা প্রাঙ্গণে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মশিউর রহমানের (পিপিএম) সভাপতিত্বে ওপেন হাউজ ডে- তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম।
ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউল ইসলাম বলেন, পুলিশ কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। আর দিবোও না। মাদককে নির্মূল করতে হলে আমাদেরকে পারিবারিক ভাবে সোচ্চার হতে হবে। সিদ্ধিরগঞ্জে কোনো মাদক, ভূমি দস্যু, বালু সন্ত্রাসী ও ঝুট সন্ত্রাসীদের স্থান হবে না।
এসময় উপস্থিত সাধারণ মানুষের কাছে সমাজের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের কি রকম ভূমিকা নেয়া উচিত সে সম্পর্কে মতামত শোনে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিকের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু ও আওয়ামীলীগ নেতা আবু বকর সিদ্দিক আবুল প্রমুখ।