নিজস্ব প্রতিবেদক: বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের সদস্য বগুড়া জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মজিবর রহমানের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের সভাপতি স. ম. গোলাম কিবরিয়া ও মহাসচিব মুন্সী জালাল উদ্দিন শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং মরহুমের পরিবারের শোকসন্তুপ্ত সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
কয়েকদিন যাবত মরহুম মজিবর রহমান জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এ সময়ে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মরহুম মজিবর রহমান বিভিন্ন জেলা তথ্য অফিসে পদায়ন হয়ে দীর্ঘকাল যাবত তৃণমূল পর্যয়ায়ে নিষ্ঠার সাথে সরকারের উন্নয়ন তথ্য প্রচরারের দায়িত্ব পালন করে আসছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৬ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।