বিনোদন দেশ ডেস্ক: গরু পাচারকাণ্ডে পশ্চিমবঙ্গের সংসদ সদস্য দেবকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সংস্থাটির কার্যালয়ে পৌঁছান দেব। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন দেব।
দেব বলেন, ‘আমি বেশিকিছু বলতে পারব না। একজন ব্যক্তিকে চিনি কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। আমার বক্তব্য জানিয়েছি। মনে হয় আর ডাকবে না।’
তিনি বলেন, গরু পাচারকারীদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। বরং গরু পাচারের সাথে জড়িয়ে আমার সম্মানহানি করা হচ্ছে।
সম্প্রতি এনামুল হক নামে এক প্রভাবশালী ব্যক্তির সাথে গরু পাচারের মতো সিন্ডিকেট চালানোর অভিযোগ ওঠে অভিনেতা দেবের বিরুদ্ধে। পরে সেই অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই। গরু পাচার মামলায় অভিযুক্ত এনামুল হককে তিনি চেনেন না বলেও জানান দেব।
সিবিআই জানায়, গরুপাচার কাণ্ডে বেশ কয়েকজন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করলে দেবের নাম উঠে এসেছে। বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ বা লিডসে দেবের নাম পাওয়া গিয়েছে। তাই দেবকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেন তদন্তকারী কর্মকর্তারা।
ঘাটাল কেন্দ্রের তৃণমূল সংসদ সদস্য দেবকে গরুপাচার মামলায় ৯ ফেব্রুয়ারি নোটিশ পাঠায় সিবিআই। মঙ্গলবার সাংসদ-অভিনেতাকে হাজিরার নির্দেশ দেয় সংস্থাটি।