সংবাদদাতা, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে লঞ্চের ধাক্কায় ‘চার ভাই-৬’ নামে সিমেন্টবাহী নৌযানডুবির ঘটনায় চালকসহ তিনজন স্টাফ জীবিত উদ্ধার হয়েছেন। এদিকে কেবিনে ঘুমিয়ে থাকা দুজন স্টাফ নিখোঁজ রয়েছেন।
আজ শনিবার (২৬ মার্চ) সকাল থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
এর আগে ভোর পৌনে ৬টায় মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় উদ্ধার স্টাফরা হলেন- সুকানি সুফিয়ান মিয়া, লস্কর বিল্লাল হোসেন ও লস্কর জুয়েল রানা।
পুলিশ জানায়, ঢাকার সদরঘাটমুখী এমভি জাহিদ-৩-এর ধাক্কায় নৌযানটি তলিয়ে যায়। এতে পাঁচজন স্টাফ ছিলেন। কেবিনে ঘুমন্ত লস্কর নুরুল ইসলাম (৪৫) ও মিস্ত্রি শরিফুল ইসলাম (২৮) নিখোঁজ রয়েছেন। তবে কেবিনের বাইরে থাকা চালকসহ তিনজনই নদীতে ঝাঁপিয়ে পড়েন। পরে আশপাশের নৌযান তাদের জীবিত উদ্ধার করে।
মুন্সীগঞ্জ মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান, মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে সাড়ে ৭ হাজার বস্তা সিমেন্টভর্তি নৌযানটি পাবনার নগরবাড়ি যাচ্ছিল। প্রায় ৫০ ফুট পানির নিচে এটি শনাক্ত করা হয়েছে। উদ্ধার অভিযান চলছে।