প্রতিনিধি, সিরাজগঞ্জ
ক্ষেতের বোরো ধান বেশ কিছুদিন আগেই তোলা হয়ে গেছে, এখন অপেক্ষা বর্ষার পানির জন্য। কিন্তু ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা ঢলের অপেক্ষার সময়টুকু গ্রাম গঞ্জের ফসলের জমি যেন এখন ফুটবল মাঠ! এই সময়ে গ্রামীণ ছেলেরা কখনও এপাড়া বনাম ওপাড়া, আবার কখনও গ্রাম বনাম গ্রামে ভাগ হয়ে ফুটবল নিয়ে মেতে উঠেছে সেই মাঠে। খেলার এই দল কখনও ভাগ হয় বিবাহিত-অবিবাহিত।
আবার ব্রাজিল বনাম আর্জেন্টিনা নামেও হয় ভাগ। এই খেলায় বিজয়ী দলের জন্য থাকে দুই পক্ষের খেলোয়াড়দের চাঁদার টাকায় কেনা জোড়া রাজহাঁস কিংবা ছাগল। আর খেলা শেষে গান-বাদ্য বাজিয়ে বিজয়ী দলের সদস্যদের নাচ এবং সেই হাঁস বা ছাগল রান্না করে খাওয়ায় গ্রামের শিশু-কিশোর ও যুবকরাও যোগ দেয়।
কঠোর লকডাউন আর স্কুল ছুটিতে এমন একটি চিত্র শুক্রবার দেখা গেল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরপানাগাড়ি গ্রামে। বিকাল বেলায় গ্রামটির উত্তর ও দক্ষিনপাড়া দুই দলে ভাগ হয়ে নামে ফুটবল খেলতে। মাঠের সীমানার বাইরে থেকে তাদের উৎসাহ দিতে ছিল গ্রামবাসী। খেলা চলাকালীন মাইকে ধারা বর্ণনাও চলছিল। যারা খেলোয়াড় ছিলেন, তারা সবাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। অপরদিকে শনিবার জেলার রায়গঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামে গেলে দেখা যায়, ফসলের খোলা মাঠে এ পাড়া ও পাড়া ফুটবল খেলা হচ্ছে। খেলায় অংশগ্রহণকারির কেউ শিক্ষার্থী, কেউ কৃষি শ্রমিক, কেউ ইটভাটা শ্রমিক, কেউবা ছোট কোনো ব্যবসায় জড়িত বা চাকুরিজীবি। তাদের মধ্যে ভ্যান চালক বা প্রবাসী বাংলাদেশিও ছিলেন।
ওই গ্রামের ষাটোর্ধ্ব ব্যক্তি হবিবর রহমান বলেন, বোরো মৌসুম জুরে অধিকাংশ পরিবার ধান তোলা নিয়ে ব্যস্ত ছিল। ঘরে ধান উঠানোর সময়টাতে কারও এক মুহুর্তের সময়ও থাকে না। এখন সবাই ফুটবল খেলায় মেতে উঠেছে। কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের দক্ষিন রেহাইশুরিবেড গ্রামের ঈমাম হোসেন বলেন, যখন ধান কাটা শেষ, তো সবার অবসর হয়ে যায়। তখন আর কাজ থাকে না।
এই সময়ে বর্ষার পানির জন্য সবাই অপেক্ষায় থাকে। মধ্যে তিন বা চার সপ্তাহ চরাঞ্চলের ফসলের মাঠে ফুটবল নিয়ে দাপিয়ে বেড়ায় গ্রামের শিশু-কিশোররা। বোরো ক্ষেত থেকে বছরে এককালীন ফসল উঠানোর পর এইভাবে ফুটবল খেলা গ্রামীণ ঐতিহ্যের অংশ বলে মন্তব্য করেন ওই গ্রামের স্কুল শিক্ষক রেজাউল করিম।
তিনি গাল গল্পে বলেন, আমরাও যখন ছোট ছিলাম, ধরেন আরও ৪০/৪২ বছর আগে, তখন আব্বার কাছে বাইনা ধরতাম একটা ফুটবল কিনে দেওয়ার জন্য। সেই ফুটবল নিয়ে এভাবেই মাঠে খেলতাম। আবার কয়েক সপ্তাহ ফুটবল খেলা শেষে যখন বর্ষার পানিতে পুরো মাঠ থৈ থৈ করবে তখন আবার অনেকে জাল নিয়ে মাছ শিকারে নেমে পড়বে। এভাবে টানা চার মাস পর্যন্ত মাঠে পানি থাকবে, আর তখন জেলেরা মাছ ধরবে।