সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজদিখানে স্বোচ্ছাসেবী সংস্থার বিনামূল্যে চিকিৎসাসেবা ও করোনা ভাইরাস সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী উপজেলার কংশপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়। ৩শত জনের রক্তের গ্রুপ নির্ণয় ও ২ শত জনকে ডায়াবেটিস পরীক্ষাসহ ৫ শত জনকে অন্যান্য চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বিক্রমপুর রক্তদান সংস্থার সার্বিক সহযোগিতায় ও কংশপুরা সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও প্রাথমিক রোগ সমূহের পরীক্ষা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক খলিলুর রহমান মাহমুদ, মনির মাস্টার, কংশপুরা সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার আলীম বাদশা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, স্বপ্ন সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুর রহমান, ইয়থ ফাউন্ডেশনের সেক্রেটারী বায়েজিদ খানসহ ৩ জন এমবিবিএস চিকিৎসক ও বিক্রমপুর রক্তদান সংস্থার স্বেচ্ছাসেবীগণ।