সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত হত দরিদ্রদের খাদ্য বান্ধব কর্মসূচী, স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ। হতদরিদ্র পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ করা শুরু হয়েছে। আজ সোমবার সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নে ৪ মাস পর চাউল বিতরণ শুরু হয়। এ চাইল বিতরণ করা হবে সাপ্তাহে তিন দিন, তিন মাস পর্যন্ত। উপজেলার ১৪ টি ইউনিয়নে পর্যায়ক্রমে এ চাউল বিতরণ চলছে।
মালখানগর ডিলার আনোয়ার ট্রেডার্স এর স্বত্ত¡াধিকারী আনোয়ার হোসেন জানান, গতকাল থেকে ৩২২ টি পরিবারের মাঝে চাউল বিতরণ শুরু হয়েছে। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাস পর্যন্ত এ চাউল দেওয়া হবে। এরপর ৩ মাস বন্ধ থাকবে, তারপর আবার মার্চ-২০২২ সাল থেকে বিতরণ শুরু হবে।
তালতলা বাজার রিকসাষ্ট্যান্ড হল মার্কেট থেকে গতকাল চাউল বিতরণ কালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য হাজী মির্জা হায়দার নেকবর, উপজেলা কৃষি সহকারি কর্মকর্তা ও ট্যাগ অফিসার সাফায়েত হোসেন, মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিছুর রহমান মৃধা প্রমুখ।