নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন ধানিয়াপাড়া ও তাজপুর এলাকায় আজ রোববার (২ অক্টোবর) র্যাব-১০ এর একটি আভিযানিক দল পৃথক দুইটি অভিযান চালিয়ে ২৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা সাজ্জাদ খন্দকার (১৯) ও সেলিম খন্দকার (২৪)। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া গত ১/১০/২০২২ খ্রিঃ তারিখ আনুমানিক উক্ত আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন চন্দনধুল ও আবিরপাড়া এলাকায় অপর দুইটি অভিযান পরিচালনা করে ১৪ বোতল বিদেশী মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা মিঠুন শেখ (২৫), শ্যামল মন্ডল (২০) ও ইউসুফ হাওলাদার (৩২)। এসময় তাদের নিকট থেকে ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়াও একই তারিখ আনুমানিক র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া ও হাসনাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ২৯০ গ্রাম গাঁজা ও ৫০২ পুরিয়া হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা মাসুদ হাওলাদার (৫২) ও রাতুল (১৯)। এসময় তাদের নিকট থেকে ২টি মোবাইল ফোন ও নগদ ২৭০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ সিরাজদিখান ও দক্ষিণ কেরাণীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবা, হেরোইন, গাঁজা ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।