সংবাদদাতা , সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, আজ শুক্রবার সকালে সিলেট থেকে কোম্পানীগঞ্জে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। তেলিখাল এলাকায় দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়। আহত হয় চালকসহ অটোরিকশার আরেহী তিন জন।
নিহতেরা হলেন—ইসলামপুরের হনুফা বেগম এবং তাঁর ছেলে এমরাজ মিয়া।
পুলিশ জানিয়েছে, আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি। তবে, ট্রাকচালক এবং তাঁর সহকারী পালিয়ে গেছেন।
যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে গত ১৬ জুন থেকে যান চলাচল বন্ধ ছিল। পরে পানি নামলেও তেলিখালে একটি সেতু ভেঙে যাওয়ায় যান চলাচল শুরু করা যায়নি। সেনাবাহিনী সেতুটি মেরামত করার পর গতকাল বৃহস্পতিবার থেকে ওই সড়কে যান চলাচল শুরু হয়।