প্রতিনিধি, সিলেট: সিলেটে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন।
আজ বুধবার সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটনায় আহতদের সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসটি পুড়ে ছাই হয়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ গণমাধ্যমকে জানান, ‘ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষের পরপরই মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়। এতে এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন। আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।’
তিনি জানান, ‘খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে ও হতাহতদের উদ্ধার করে। বর্তমানে মৃতদের ও আহতরা সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন।’