সংবাদদাতা, মৌলভীবাজার: সিলেট রেলস্টেশনে বন্যার পানি ঢুকে পড়ায় স্টেশনটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে কুলাউড়া ও ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলবে বলে জানিয়েছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মুহিব উদ্দিন আহমদ।
তিনি জানান, সিলেট রেলস্টেশনের মূল প্ল্যাটফর্মে পানি প্রবেশ করায় এই স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করছে ন।
তবে কুলাউড়া ও মাইজগাঁও স্টেশন থেকে ঢাকা ও চট্টগ্রামগামী ট্রেন চলাচল করবে।