সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে।
আজ বুধবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। নিহত ব্যক্তির নাম মাসুদ রানা।
তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুরে।
এদিকে বিএম ডিপোর কনটেইনারের ভেতরে থাকা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এরই মধ্যে ঝুঁকিপুর্ণ ১২ টি কনটেইনার নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
ভয়াবহ এ অগ্নিকান্ডে নিহতদের মধ্যে ২৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্ত হয়েছে ২৭ জনের।
এদিকে, ডিপোর আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে গতকাল জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা বলছে, এই ডিপো থেকে আর কোনো বড় ধরনের বিপদ হওয়ার আশঙ্কা নেই।