সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন দগ্ধসহ চার শ্রমিক আহত হয়েছেন।
আজ শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলার শীতলপুরের মেঘনা শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।
জাহাজ ভাঙা শ্রমিকেরা জানান, সকাল ৮টায় কাজে যোগ দিয়ে তাঁরা জাহাজের একটি অংশ কাটার সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে কর্মরত সোহেল রানা এবং জাহিদ নামের দুই শ্রমিক দগ্ধ হন। এ ঘটনায় আত্মরক্ষায় ফিরোজ ও মিজান নামের দুই শ্রমিক জাহাজ থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হন।
দুর্ঘটনার পরপর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সোহেল রানার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা।