প্রতিনিধি. বরিশাল : আজ সকালে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সার্বিক খোঁজ-খবর নিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যান পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক।
এসময় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. সাইফুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃশাহাবুদ্দিন খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃশহিদুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন উপস্থিত ছিলেন।
অন্যদিকে,নগরীর বান্দরোডস্থ পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজ বরিশাল সদর উপজেলার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার্থে আর্থিক অনুদান প্রদান করেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক।
এসময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ হাওলাদার, মহানগর যুবলীগের সদস্য মিল্টন, মহানগর ছাত্রলীগের নেতা মাহাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।