বাইরের ডেস্ক: সুদানে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে আরো তিন জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজধানী খার্তুমের ওমদুরমান শহরে সেনাসদস্যদের গুলিতে নিহত হন তারা।
‘মিলিয়ন অব অক্টোবর ৩০’ ব্যানারে সামরিক শাসনের অবসান ঘটিয়ে বেসামরিক সরকার পুনপ্রতিষ্ঠার দাবিতে দেশজুড়ে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ।
বিক্ষোভ দমনে রাজধানী খার্তুমের প্রধান সড়কগুলো বন্ধ করে দেয় নিরাপত্তা বাহিনী। সীমিত করা হয় ইন্টারনেট পরিষেবা ও মোবাইল সংযোগ। গত সোমবার দেশটির প্রধানমন্ত্রীকে গৃহবন্দী করে সুদানের ক্ষমতা দখল করে সেনাবাহিনী।
অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেশজুড়ে জারি করা হয় জরুরি অবস্থা। এরপর থেকেই অভ্যুত্থানের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ চলছে। এপর্যন্ত সেনাসদস্যের হাতে নিহত হয়েছে ১৪ জন বেসামরিক নাগরিক।
উল্লেখ্য, দেশটির দীর্ঘদিনের শাসক ওমর আল-বশিরের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এরপর থেকে ক্ষমতা ভাগাভাগি নিয়ে সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হলে দেশটিতে উত্তেজনা বৃদ্ধি পায়। চলতি মাসের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধীরা রাস্তায় আন্দোলনে নেমে সেনাবাহিনীকে ক্ষমতা দখলে নেয়ার আহ্বান জানায়।
এরপর সোমবার (২৫শে অক্টোবর) অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে হটিয়ে সুদানের ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এসময় মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যকে গ্রেপ্তারের পাশাপাশি ভেঙে দেওয়া হয় দেশটির অন্তর্বর্তীকালীন সরকারও।