প্রতিনিধি, সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলার সাতবিলা বেড়িবাঁধ ভেঙে হুরামন্দিরা হাওরের ১ হাজার হেক্টর বোরো জমি পানির নিচে তলিয়ে গেছে। রবিবার দিবাগত রাতে বাঁধটি ভেঙে পানি ঢুকতে শুরু করে।
জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ূন রশীদ লাভলু জানান, জগন্নাথপুর ও দিরাই উপজেলার সীমান্ত দিয়ে বহমান কামারখালী নদীর পাড়ের হাওররক্ষা বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ এলাকাবাসীকে নিয়ে আপ্রাণ চেষ্টা করেও বাঁধটি রক্ষা সম্ভব হয়নি।
স্থানীয় কৃষকরা জানান, এক রাতের বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলের ধাক্কায় আমাদের কষ্টের একমাত্র বোরো ফসল পানির নিচে তলিয়ে গেছে। এখন সংসার নিয়ে চলা কঠিন হয়ে পড়বে।
দিরাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম জানান, হুরামন্দিরা প্রায় এক হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছিল।
এর আগে উপজেলার চাপতি হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে হাওরের প্রায় ৫ হাজার হেক্টর বোরো জমির কাঁচা ধান তলিয়ে যায়।