সুনামগঞ্জ সংবাদদাতা: নদীর পাড় কেটে অবৈধভাবে বালু পাথর উত্তোলনের ছবি তোলার চেষ্টাকালে সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়।
নির্যাতনের শিকার সাংবাদিক কামাল হোসেন দৈনিক সংবাদ ও দৈনিক শুভ প্রতিদিনের তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি তাহিপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
জানা যায়, সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে যাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু পাথর উত্তোলনের ছবি তোলার চেষ্টা করলে পাথরখেকো চক্র তাকে মারধর করে। পরে ঘাগটিয়া চকবাজারে একটি গাছের সঙ্গে তাকে বেঁধে রাখে।
এ সংক্রান্ত একটি ভিডিও পাওয়া গেছে। ভিডিও চিত্রে দেখা যায়, পাথরখেকোরা তাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করছে। তবে হামলাকারীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, হামলাকারীরা যাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।