নিজস্ব প্রতিবেদক : সচিবালয়ের সংবাদসংগ্রহের দায়িত্বে নিয়োজিত গণমাধ্যমসদস্যদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরম-বিএসআরএফ এর নবনির্বাচিত সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ পরিষদের সকল নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এ নির্বাচনে সংগঠনের ১৫৪ জন সদস্যের মধ্যে ১৫২ জন ভোট দেয়াকে প্রশংসা করে মন্ত্রী বলেন, সমষ্টিগত এ উদ্যম সাংগঠনিক উৎকর্ষের এক অনন্য নজীর।