কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে বইমেলা
নিজস্ব প্রতিবেদক : এবার প্রাণের বইমেলার প্রতিপাদ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। সেজেছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ।
সময় পেছালেও এবার কঠোর স্বাস্থ্যবিধি মেনে শুরু হচ্ছে প্রাণের বইমেলা। আজ বৃহস্পতিবার বিকেলে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ মেলায় জমে উঠবে লেখক-পাঠক-প্রকাশকের মিলনমেলা। এবার ৫৪০টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয়া হয়েছে ৮৩৪টি ইউনিট। পরিসর বাড়িয়ে লিটল ম্যাগ চত্বরও আনা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে।
একুশের চেতনায় যে আসর ফেব্রুয়ারিতে জমে, করোনার কারণে এবার তা পিছিয়ে শুরু হচ্ছে মার্চে। তবে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। বইমেলার নিরাপত্তা নিশ্চিতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৮টা এবং ছুটির দিন সকাল ১১টা থেকে মেলা শুরু হবে। তবে এবারে শিশুপ্রহরের বিষয়ে সিদ্ধান্ত পরে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।