নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: বিএনপি পদ্মা সেতু মেনে নিতে না পেরে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু।
তিনি বলেন, বিএনপি পদ্মা সেতুর উদ্বোধনী সমাবেশ নষ্ট করতে লঞ্চে, ট্রেনে আগুন দিচ্ছে। এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানান তিনি।
আজ সোমবার ১৪ দলের আয়োজনে মোহাম্মদ নাসিমের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনলাইনে যুক্ত হয়ে এ সব কথা বলেন আমির হোসেন আমু।
সভায় ১৪ দলের নেতারা অংশ নিয়ে মোহাম্মদ নাসিমের রাজনীতিতে তার অবদানের কথা তুলে ধরেন।