300X70
মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সেনাবাহিনীর এভিয়েশন বেসিক কোর্স-১২ এর ব্রেভেট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১, ২০২২ ১:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : আর্মি এভিয়েশন গ্রুপের অধীনস্থ এভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এভিয়েশন বেসিক কোর্স-১২ এর সমাপনী অনুষ্ঠান আজ সোমবার (৩১ অক্টোবর ২০২২) তেজগাঁওস্থ আর্মি এভিয়েশন গ্রুপে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সেনা বৈমানিকদের সার্টিফিকেট প্রদান ও তাদের ফ্লাইং ব্রেভেট পড়িয়ে দেন।

এ সময় সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি; ই›সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম; নৌবাহিনীর সহকারী নৌ প্রধান রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক, ওএসপি, এনইউপি, এনডিসি, পিএসসি এবং বিমান বাহিনী ঘাঁটি বাশার এর অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ জাহিদুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি, জিডি(পি) এবং গ্রুপ কমান্ডার, আর্মি এভিয়েশন গ্রুপ মেজর জেনারেল আই কে এম মোস্তাহসেনুল বাকী, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

‘গতি ও নিপুনতা’ এই মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র উড্ডয়ন প্রতিষ্ঠান আর্মি এভিয়েশন গ্রুপ ০১ জানুয়ারি ১৯৮১ তারিখে প্রতিষ্ঠার পর হতে তরুণ সামরিক এবং পুলিশ অফিসারদের উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সেনা, নৌ ও বাংলাদেশ পুলিশ বাহিনীর সর্বমোট ১০ জন তরুণ গত ০৪ জুলাই ২০২১ তারিখ হতে এভিয়েশন বেসিক কোর্স-১২ এর প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠালগ্ন হতে আজ পর্যন্ত এই প্রতিষ্ঠান সেনা, নৌ ও পুলিশ বাহিনীর অফিসারসহ সর্বমোট ১৩৪ জন অফিসারকে বৈমানিক হিসেবে প্রশিক্ষিত করেছে। তাত্ত্বিক প্রশিক্ষণে প্রত্যেক শিক্ষার্থী যথাযথভাবে উত্তীর্ণ হওয়ার পর সেনাবাহিনীর ০৫ জন প্রশিক্ষণার্থীদের সেসনা-১৫২ এ্যারোবেট বিমানে ৭০ ঘন্টা এবং নৌ ও পুলিশ প্রশিক্ষণার্থীদের ডায়মন্ড ডিএ-৪০এনজি বিমানের মাধ্যমে ৭০ ঘন্টা উড্ডয়ন সমাপনান্তে উক্ত সামরিক মৌলিক বিমান উড্ডয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন।

উক্ত কোর্সে সেসনা-১৫২ এ্যারোবেট বিমানের সকল প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠ বৈমানিক নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মোঃ আবু তালহা আরেফিন, এএসসি এবং ডায়মন্ড ডিএ-৪০এনজি বিমানের শ্রেষ্ঠ বৈমানিক হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারী পুলিশ কমিশনার মো সারোয়ার হোসাইন।

উল্লেখ্য যে, তেজগাঁও পুরাতন বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঢাকার বাইরে রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দর অস্থায়ী ক্যাম্প হতে এই উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনা করা হয়।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :