নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি-এর (৪ তারকা) র্যাঙ্কের সংযুক্ত সঠিক ছবি ব্যবহারের অনুরোধ জানিয়েছেন।
আজ রোববার (২৪ জু্লাই) আইএসপিআর-এর দপ্তর থেকে লে. কর্নেল (পরিচালক) আবদুল্লাহ ইবনে জায়েদ স্বাক্ষরিত পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান পদটি বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ পদ। পাশাপাশি তিনি দেশজুড়ে খুব সম্মানিত। তাঁর পদমর্যাদা এবং সজ্জাও খুব সংবেদনশীল। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু গণমাধ্যম বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি (S M Shafiuddin Ahmed, SBP, OSP, ndu, psc, phD)) এর জেনারেল র্যাঙ্কের পুরাতন ছবি, পূর্ববর্তী র্যাঙ্কের (লেফটেন্যান্ট জেনারেল/ মেজর জেনারেল) ছবি ব্যবহার করছে।
এমতাবস্থায়, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি পিএইচডি এর জেনারেল (৪ তারকা) র্যাঙ্কের সংযুক্ত ছবি ব্যবহার করা অনুরোধ জানিয়েছেন।