নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে সেনা কল্যাণ সংস্থার আয়োজনে ‘‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’’ এর উপর আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ মার্চ) রাজধানীর এস.কে এস টাওয়ারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল সাইদুর ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
সেনা কল্যাণ সংস্থা একটি কল্যাণমূলক প্রতিষ্ঠান । এ সংস্থার উপার্জিত অর্থ দ্বারা বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রম যেমন চিকিৎসা, শিক্ষা, দুস্থ ভাতা, বিধবা ভাতা এবং বিভিন্ন কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান ইত্যাদির ব্যয়ভার মেটানো হয়ে থাকে । স্বাধীনতা উত্তর ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর নির্দেশনা মেতাবেক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এটির নামকরণ করা হয় ‘‘ সেনা কল্যাণ সংস্থা’’।