সংবাদদাতা, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বসত বাড়ির সেপটিক ট্যাঙ্কে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গার আনন্দধাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শরিফুল ইসলাম (৩৫) ও সাগর কুমার দাস (১৮)।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সকালে পৌর এলাকার আনন্দধাম দাসপাড়ার নিপেন দাসের বাড়িতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে আসেন শরিফুল ও সাগর।
প্রথমে শরিফুল ট্যাঙ্কে নেমে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করতে নামেন সাগর। সেও উঠে না এলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। তাদেরকে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।