300X70
সোমবার , ২০ সেপ্টেম্বর ২০২১ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সেপ্টেম্বর মাসজুড়ে শেখার আনন্দ উপভোগ করুন লাইকি ও টেন মিনিট স্কুলের সাথে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২০, ২০২১ ১২:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন
গত ৩ সেপ্টেম্বর শুরু হয়েছে লাইকি’র নলেজ কমিউনিটি তৈরির উদ্যোগ #KnowledgeMonth. ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাকাডেমিক ও সহ-পাঠক্রমিক দক্ষতা বিষয়ক ভিডিও তৈরি ও শেয়ারে উৎসাহিত করার লক্ষ্যে জনপ্রিয় এই শর্ট-ভিডিও অ্যাপটি দেশের সর্ববৃহৎ অনলাইন শিক্ষামূলক সংগঠন টেন মিনিট স্কুলের সাথে অংশীদারিত্ব করেছে। এই ক্যাম্পেইনের লক্ষ্য এমন একটি কমিউনিটি তৈরি করা, যেখানে একে অপরকে উৎসাহিত করবে এবং একটি সুস্থ ও প্রতিযোগিতামূলক পরিবেশ ব্যবহারকারীদের শেখার আগ্রহ বাড়িয়ে তুলবে। মাসব্যাপী চলমান এই ক্যাম্পেইনের শেষে ভাগ্যবান বিজয়ীরা জিতে নিবেন পুরস্কার।

লাইকি ও টেন মিনিট স্কুলের এই অংশীদারিত্ব শিক্ষক, গবেষক, ক্রীড়াবিদ, শিল্পী, রাঁধুনি ও জীবনমুখী দক্ষতা অর্জনে উৎসাহী ব্যক্তিদের পাশাপাশি, রুবিক্স কিউব ও সুডোকুর মতো পাজেল গেম এবং অন্যান্য অ্যাকাডেমিক ও নন-অ্যাকাডেমিক দক্ষতা অর্জনে আগ্রহী ব্যক্তিদের একসাথে একটি কমিউনিটি গড়ে তুলবে ও পরস্পরের মধ্যে জ্ঞান বিনিময়ে উৎসাহিত করবে। ব্যবহারকারীরা বাংলা, বাংলা বাচন ও উচ্চারণভঙ্গি, স্পোকেন ইংলিশ, বিজ্ঞান জনপ্রিয়তা, ধাঁধা, জীবনের মজাদার ঘটনা, ট্রিভিয়া, অর্থনীতি, সংস্কৃতি, মানবিক, স্বাস্থ্য, চিকিৎসা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ইত্যাদি বিভিন্ন বিষয়ে নিজেদের জ্ঞান, টিপস এবং কৌশল শেয়ার করার জন্য বিনোদনধর্মী ভিডিও তৈরি করতে পারবেন। সকলে একসাথে জ্ঞানার্জন ও বিকাশের প্রয়াসে এই ভিডিওগুলো #AcademicKnowledge,#ArtisticKnowledge,#LifeKnowledge ও #UnpopularKnowledge যে হ্যাশট্যাগ যেখানে প্রযোজ্য সেটি ব্যবহার করে আপলোড করতে হবে। এসব ভিডিও অরিজিনাল হতে হবে, ভিডিওর দৈর্ঘ্য ১০ সেকেন্ডের বেশি হতে হবে এবং ভিডিও দেওয়া যাবে না।

২০ জন ভাগ্যবান বিজয়ী টেন মিনিট স্কুলের অধীনে মোট ৯ হাজার টাকা সমমূল্যের কোর্স বিনামূল্যে করার সুযোগ পাবেন। এর মধ্যে থাকবে মুনজেরিন শহীদের স্পোকেন ইংলিশ কোর্স, আয়মান সাদিকের ফেসবুক মার্কেটিং, সাদমান সাদিকের ডিজাইন উইথ পাওয়ারপয়েন্ট, সোলায়মান সুখনের কর্পোরেট গ্রুমিং সহ আরও অনেক জনপ্রিয় কোর্স। লাইকি’র অংশগ্রহণকারীদের সাথে আয়মান সাদিক শেয়ার করবেন “কীভাবে ভিডিও নির্মাতারা ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সমাজে পরিবর্তন আনতে পারে”। এই কার্যক্রমে অংশগ্রহণ করতে ব্যবহারকারীদের লাইকি অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে, যেখানে ভবিষ্যতে কেবল শিক্ষামূলক ভিডিও পোস্ট করা হবে। ভালো মানের তিনটির বেশি শিক্ষামূলক ভিডিও পোস্ট করলে একজন ৫ মার্কিন ডলার জিততে পারবেন (১০০ অ্যাকাউন্ট)। কেউ যদি এই কার্যক্রম চলাকালীন ১০টির বেশি মানসম্পন্ন শিক্ষামূলক ভিডিও পোস্ট করেন, তবে তিনি ৫০ হাজার টাকা সকল কোয়ালিফাইড অ্যাকাউন্টের সাথে শেয়ার করতে পারবেন। উন্নতমানের ভিডিওগুলো প্রতি ভিডিওতে ৮০ হাজারের বেশি ভিউ সহ অফিসিয়াল ট্রাফিক সাপোর্ট পাবে।

লাইকি’র মুখপাত্র বলেন, “লাইকি তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং সামগ্রিক বিকাশের একনিষ্ঠ পৃষ্ঠপোষক। অনলাইন শিক্ষার এই যুগে লাইকি বিশ্বাস করে যে, শিক্ষামূলক ভিডিও কনটেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের একসাথে সংযুক্ত করা সম্ভব। আমাদের #KnowledgeMonth ক্যাম্পেইন ইতিমধ্যেই অভাবনীয় সাড়া পেয়েছে এবং আমরা আমাদের সহযোগী টেন মিনিট স্কুলকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।”

টেন মিনিট স্কুল’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিক বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্ম তরুণ শিক্ষার্থীদের অন্যদের সাথে জ্ঞান বিনিময়ে সাহায্য করতে পারে, কয়েক দশক আগেও যা অসম্ভব মনে হতো। লাইকি’র মতো একটি দ্রুত বর্ধনশীল প্ল্যাটফর্মের অংশীদার হতে পেরে আনন্দিত। লক্ষাধিক লাইকি ব্যবহারকারীকে একে অপরের সাথে মূল্যবান জ্ঞান বিনিময়ে উৎসাহিত করার মধ্য দিয়ে আমরা একসাথে এই সুযোগকে ইতিবাচকভাবে কাজে লাগাতে পারি।”

বাংলাদেশের লাইকি ব্যবহারকারীদের জন্য চালু করা সাম্প্রতিক ক্যাম্পেইনগুলোর মধ্যে সেপ্টেম্বর মাসব্যাপী চলমান এই #KnowledgeMonth ক্যাম্পেইনটি অপেক্ষাকৃত বৃহৎ পরিসরের এবং দীর্ঘমেয়াদী। এটি #HOWTO কনটেন্টের থিম সংক্রান্ত একটি কার্যক্রম। বৈশ্বিক মহামারি চলাকালীন শিক্ষার্থীদের অ্যাকাডেমিক শিক্ষা স্থগিত থাকার জন্য অভিভাবক এবং সরকার শিক্ষার্থী ও তরুণদের গেম ও বিনোদনের প্রতি আসক্ত হয়ে পড়া নিয়ে চিন্তিত হয়ে পড়েন। লাইকি প্রকাশ করতে চায় যে, বিনোদনই এই প্ল্যাটফর্মের একমাত্র বিষয় নয়। এর মূল লক্ষ্য ব্যবহারকারীদের জ্ঞান ও জীবনবোধ শেয়ার করতে উৎসাহিত করা এবং গ্রাহকদের মূল্যবান কনটেন্ট প্রদান করা। স্বল্প দৈর্ঘ্যের ভিডিও নির্মাতারা ভিডিওর মাধ্যমে সমাজে ইতিবাচক মূল্যবোধ সৃষ্টি করতে পারে – এই ধারণাকে রূপ দেয়ার লক্ষ্যে ক্যাম্পেইনটি তৈরি করা হয়েছে।

ক্যাম্পেইনটি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

দল নিরপেক্ষভাবে গুণীদের মূল্যায়ন করে বর্তমান সরকার : তথ্যমন্ত্রী

বন্যায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ফলে ক্ষয়ক্ষতির পরিমান অনেকাংশে হ্রাস পেয়েছে

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মুনীরুজ্জামানের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

উত্তর কোরিয়ায় করোনায় প্রথম মৃত্যুর খবর

জীবনব্যাপী বঙ্গবন্ধু ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত : প্রধানমন্ত্রী

বাতিল প্রাথীদের আপিল শুরু, শুনানি চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

অপতৎপরতার বিরুদ্ধে প্রয়োজনে কঠোর ব্যবস্থা : তথ্যমন্ত্রী

রুশ হামলায় গুরুত্বপূর্ণ সব সেতু ধ্বংস, অচল হয়ে পড়েছে সেভেরোডোনেটস্ক

রংপুর ইপিজেড বাস্তবায়নে বেপজার মতবিনিময় সভা

১১ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

ব্রেকিং নিউজ :