নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী সোনাইমুড়ীতে বিদ্যুৎপৃষ্টে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মোশারফ হোসেন (১৭) উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ভানুয়াই গ্রামের মৃত আলী হোসেনর ছেলে। গতকাল রোববার (২২ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার ভানুয়াই গ্রামের রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোশারফ হোসেন আনুমানিক রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাপুয়া সাকিনস্থ করিম মিস্ত্রীর বাড়ীর সামনে দোকানের সাটার মেরামত করার জন্য দোকানের ছাদে উঠলে উপর থেকে সাটারের বক্স নামানোর সময় হঠাৎ বিদ্যুৎ লাইনের সাথে তার হাত লেগে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গুরুত্বর আহত হয়। পরে সোনাইমুড়ী মেডিকেয়ার হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।