নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোরগাপাড়া চৌরাস্তা এলাকায় গত রোববার (৩ এপ্রিল) রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৫ লক্ষ ১১ হাজার ৫ শত টাকা মূল্যের ১ হাজার ৭০৫পিস ইয়াবা ট্যাবলেটসহ জহিরুল ইসলাম @ মোঃ জহির (৫২) নামে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এসময় তার নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল, ০২টি মোবাইল ফোন ও নগদ- ২ হাজার ২শত টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ সোনারগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।