ওমর ফারুক রুবেল, নারায়ণগঞ্জ : সোনারগাঁয়ের কাঁচপুর ঈদসামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লা আল কায়সার।
আজ রবিবার করোনাকালীন মহাদুর্যোগের কারণে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের অসহায় ও কর্মহীন মানুষের মাঝে আজ ঈদসামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার।এসময় আরোও উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ এর অংগ সংগঠন এর নেতা কর্মীরা।
কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল মান্নান মিয়ার সার্বিক তত্বাবধানে ঈদসামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন করা হয়।