300X70
মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

সোনার মানুষ গড়তে সরকার বদ্ধ পরিকর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৯, ২০২৩ ১২:৪১ পূর্বাহ্ণ

বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : শিক্ষার মানোন্নয়ন ও সঠিক নির্দেশনার মাধ্যমে জাতি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছায়। রূপকল্প ২০৪১ ও শিক্ষার স্বরূপ নিয়ে সরকারের ভাবনা ও পরিকল্পনা আমাদের সেই নির্দেশনা দেয়। ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ সম্পন্ন যোগ্য দক্ষ, অভিজ্ঞ সোনার মানুষ গড়তে সরকার বদ্ধ পরিকর। এ জন্যই সরকার প্রাথমিক থেকে উচ্চশিক্ষাসহ কারিগরি ও মাদ্রাসার শিক্ষকদের বিশ্বমানের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করছে। একজন শিক্ষকই পারেন- একটি সম্বৃদ্ধ ও শক্তিশালী জাতি গড়তে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে কলেজ শিক্ষার মানোন্নয়নে গৃহীত কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় সশরীরে শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার এসব কথা বলেন ।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য স্থপতি অধ্যাপক ড. নিজামউদ্দিন আহমেদ। এই প্রশিক্ষণে রিসোর্সপার্সন হিসেবে রয়েছেন মালয়েশিয়ার নটিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিমরানজিট কাউর জজ, ড. সুরিয়া সেলাসি বিনতে এনজিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইডিপির উপ-প্রকল্প পরিচালক আব্দুর রহমান। এই প্রশিক্ষণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজের ১২০ জন শিক্ষক প্যাডাগোজিভিত্তিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। শিক্ষার্থীদের পাঠদানের নানা কৌশল ও পদ্ধতি শেখানোর এই প্রশিক্ষণ চার মাসব্যাপী চলবে। ৪০ জন করে ৩টি ব্যাচে (৪৪, ৪৫ ও ৪৬তম) এই প্রশিক্ষণের মডিউল সাজানো হয়েছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত
ব্রেকিং নিউজ :