বাহিরের দেশ ডেস্ক: সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরে একটি ফার্নিচারের কারখানায় আগুন লেগে নয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজন বাংলাদেশী। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের হুফুপ সানাইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস থেকে জানানো হয়েছে, নিহত বাংলাদেশীদের মধ্যে তিনজন নাটোরের এবং একজন রাজশাহীর বলে জানা গেছে।
দুর্ঘটনায় মারা যাওয়া প্রাথমিকভাবে শনাক্ত হওয়া বাংলাদেশীরা হলেন আরিফ মো: সাহাদাত (পাসপোর্ট নম্বর- ২৫৩৫১৭৬৩৩৯), বারেক সরদার (পাসপোর্ট নম্বর- ২২৪৭৪৩৯৮৫০), মো: শাকিল প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৫০৫৩৭৮৫৬৮), সাইফুল ইসলাম (পাসপোর্ট নম্বর- ২৫২৯৯২২৩২৬), রুমান প্রামাণিক (পাসপোর্ট নম্বর- ২৪৭২৪৭০৫৮৮), মো: ফিরুজ সরদার আলী (পাসপোর্ট নম্বর- ২৪৯৩২১৭৯৬৮) ও মো: রব হোসাইন (পাসপোর্ট নম্বর-২৪৩৭৭৯৫৪২৬০)।
অগ্নিদুর্ঘটনায় আহত দুই বাংলাদেশী কিং ফাহাদ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রমকল্যাণ উইংয়ের প্রতিনিধি দুর্ঘটনায় মৃত ও আহত বাংলাদেশীদের সার্বিক বিষয়ে নিবিড়ভাবে ফলোআপ করছেন বলেও জানিয়েছে দূতাবাস।
এদিকে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।