নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: বাবা-মায়ের ঝগড়া চলছিল। তবে তা বোঝার বয়স হয়নি ছোট্ট রাইয়ানের। তার বয়স দুই বছর পূর্ণ হতেও দুই মাস বাকি। পাশে বসে আপনমনে খেলছিল সে। দাম্পত্য কলহের একপর্যায়ে হঠাৎ তাকে তুলে আছাড় দেন বাবা। এতে গুরুতর আহত হয় শিশুটি। তাকে উদ্ধার করে নেওয়া হয় একে একে তিন হাসপাতালে। তবে বাঁচানো যায়নি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে এ ঘটনা ঘটে।
কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, শিশুসন্তানকে হত্যার অভিযোগে মোহাম্মদ বায়েজিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দাম্পত্য কলহের একপর্যায়ে রাগের মাথায় তিনি সন্তানকে আছাড় দিয়েছেন। পরে তাকে বাঁচাতে বিভিন্ন হাসপাতালে ছুটেছেনও। তাঁর দাবি, সন্তানকে হত্যার কোনো উদ্দেশ্য ছিল না তাঁর।
পুলিশ জানায়, বায়েজিদ পেশায় রিকশাচালক, তাঁর স্ত্রী মাহমুদা বেগম গৃহিণী। তারা ইব্রাহিমপুরের সৃজনী সড়কের একটি বাসায় থাকেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। একপর্যায়ে বায়েজিদ এমন ঘটনা ঘটান। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে সংকটাপন্ন অবস্থায় তাকে নেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তখন লাশ নিয়ে বাসায় চলে যায় তারা।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ সময় বায়েজিদকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।