নাটোর প্রতিনিধিঃ
চলন্ত বিল’- এর কথা মাথায় রেখেই নামকরণ করা হয় চলনবিল। পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, নওগাঁ জেলাজুড়ে এ বিলের বিস্তৃতি। চারটি জেলার বড় বড় নদীর সাথে এ বিলের সখ্যতা বেশি। বর্ষা মৌসুমে নদীগুলোর অসংখ্য নদী-নালা খাল-বিল দিয়ে এ বিলে পানি প্রবেশ করে। চলনবিলের সৌন্দর্য উপভোগের জন্য উল্লেখযোগ্য কোনো বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। তবে সম্প্রতি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিশেষ অংশজুড়ে এ বিলের সৌন্দর্য উপভোগের উপযুক্ত স্থান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। করোনা মহামারিকে উপেক্ষা একটু বিনোদনের জন্য বিলশা পয়েন্টে দর্শনার্থীরা ভিড় করছে। প্রশাসনের কঠোর নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও ঈদুল আযহাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ বিলশা পয়েন্টে জড়ো হয়েছে। যেন সমুদ্র সৈকত কক্সবাজারকেও হার মানায়। এ যেন মিনি কক্সবাজার।
মূলত উন্নত যোগাযোগ ব্যবস্থা এ অঞ্চলে দর্শক আকৃষ্টের মূল কারণ। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এ বিলের প্রাণকেন্দ্র বিলশাকে বলা হয়- চলনবিলের হৎদপিণ্ড। এটি পার্শ্ববর্তী তাড়াশ, সিংড়া এবং গুরুদাসপুর উপজেলার প্রায় জিরো পয়েন্টে অবস্থিত। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা পয়েন্ট থেকে উল্লেখিত স্থানের দূরত্ব মাত্র ৮ এবং গুরুদাসপুরের চাঁচকৈড় থেকে ৫ কিলোমিটার মাত্র। এ বিলকে আশ্রয় করে গড়ে ওঠা ‘চলনবিল যাদুঘর’ উল্লেখিত গ্রামগুলোর পাশেই অবস্থিত। চলনবিলের এ পয়েন্টে এসে দর্শনার্থীরা বিল দর্শনের পাশাপাশি যাদুঘর দেখে এ বিলের অতিত ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। যে কারণে সব ঋতুতে সৌন্দর্য পিপাসু মানুষ ভিড় জমাচ্ছেন চলনবিলের গুরুদাসপুর বিলশা পয়েন্টে। বর্ষা মৌসুমে এ বিলের মনোরম পরিবেশ দর্শকদের বেশি আকৃষ্ট করে।
এ মৌসুমে চলনবিলের সুবিশাল জলরাশি, উত্তাল তরঙ্গ, পাল তোলা ডিঙ্গি নৌকা, ইঞ্জিন চালিত ছোট বড় নৌকা, জলরাশির মাঝে দ্বীপের মতো দাঁড়িয়ে থাকা ছোট ছোট গ্রাম আর সন্ধ্যায় চলনবিলের বুকে সূর্যের শলিল সমাধি দেখতে উৎসুক জনতা প্রতিদিন ছুটে আসেন গুরুদাসপুর বিলশা পয়েন্টে চলনবিলে।
জলাশ্রয়ী বিভিন্ন প্রজাতীর পাখির ডাকে যে কেউ বিমোহিত হবেন। ইচ্ছা করলে কম দামে চলনবিলের সাধু পানির দেশীয় বিভিন্ন জাতের তরতাজা বোয়াল, পুঁটি টেংরা, বাইম, টাকি, গুচি, পাতাশি, শোল-শিংসহ নানা মাছ সংগ্রহ করতে পারবেন অনায়েসে। বিলসার চলনবিল দর্শন স্পটে শুধু যে বর্ষা মৌসুমে সৌন্দর্য্য হাতছানি দেয় তা নয়। শুষ্ক মৌসুমে অবারিত সবুজ ফসলের দিগন্ত জোড়া মাঠ আপনার নয়নকে বিমোহিত করবে। বর্ষায় পলিমাটি জমে সমৃদ্ধ হওয়া জমিতে ইরা ধান চাষ হয়। ধান খেতের সুবিশাল মাঠ, বাতাসে দোল খাওয়া ধান গাছের দৃশ্য। ধান গাছ নাড়া দেয়া হিমেল বাতাস আপনার শরীরের ক্লান্তি নিমিশেই দূর করে দেয়।
সম্প্রতি নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলে ব্যক্তি উদ্যোগে বিলশা বাজার সংলগ্ন বিলের মাঝখানে গড়ে উঠেছে স্বর্ণদ্বীপ ও গ্রীণল্যান্ড নামে দুইটি ক্ষুদ্র বিনোদন কেন্দ্র। স্বর্ণদ্বীপ ও গ্রীণল্যান্ডটি আসলেই আতিথেয়তায় অভূতপূর্ব জলসিক্ত নতুন স্বপ্ন নীড়। চলনবিলকে ছুঁয়ে দেখার নির্মল বিনোদন কেন্দ্র এটি। গুরুদাসপুর উপজেলা সাবেক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এটির নাম দিয়েছেন ‘স্বর্ণদ্বীপ’। পাশেই রয়েছে ঐতিহ্যবাহী চলনবিল যাদুঘর। যেখানে রয়েছে হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের নানা দর্শন। এ বিলের উত্তর পাশে রয়েছে সিংড়া উপজেলার বিখ্যাত ঘাসি দেওয়ানের মাজার।
স্থানীয় সাংসদ অধ্যাপক আ. কুদ্দুস বলেন, চলনবিল অধ্যুষিত এলাকার মানুষ ছিল অবহেলিত। এখন প্রতিদিন হাজারো পর্যটকের আগমন ঘটে চলনবিলের সৌন্দর্য আর উন্নত সব স্থাপনাকে এক পলক দেখার জন্য।