300X70
সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

স্বাধীনতাবিরোধী অপশক্তির ষড়যন্ত্র মোকাবেলা করতে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৪, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ

আলোর মিছিলে বক্তারা
নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি দেশে এখনো ষড়যন্ত্র করছে, এই অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশকে আলোর দিকে নিয়ে যেতে হবে।

আগস্ট উপলক্ষে সোমবার রাতে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত আলোর
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা একথা বলেন।

সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক
আল-আমিন মৃদুল সমাবেশে পরিচালনা করেন।

বক্তারা বলেন, বৈশ্বিক মন্দার এই সংকটকালে সুযোগ সন্ধানী ও দেশ বিরোধীরা
ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে। মুক্তিযুদ্ধের সপক্ষের
মুক্তিযোদ্ধা জনতার ঐক্যবদ্ধ শক্তি সকল ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয়
জানিয়েছেন তারা। বক্তারা বলেন, মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে
এবং দেশদ্রোহী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতার নেতৃত্ব দিতে হবে।

যে পথে ঘাতকের ট্যাঙ্ক ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে জাতির পিতাকে সপরিবারে
হত্যা করে জাতিকে অন্ধকারে নিমজ্জিত করেছে সেপথে মুক্তিযোদ্ধার সন্তানরা
প্রতিবছর প্রজ্জ্বলিত মশাল হাতে নিয়ে আলোর মিছিল করে। দেশকে আলোর পথে
ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে ২০১১ সাল থেকে প্রতিবছর তারা এ কর্মসূচি পালন
করে। জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এবার তারা ৪৮টি মশাল নিয়ে এই আলোর মিছিল করে।

মিছিলটি রাজধানীর মানিক মিয়া এভিনিউ’র টিএন্ডটি মাঠ থেকে শুরু হয়ে
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে জাতির পিতার প্রতিকৃতির সামনে
শপথ গ্রহণ ও ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।

আলোর মিছিলের উদ্বোধন ঘোষণা করেন বঙ্গবন্ধু হত্যা মামলা ও ২১ আগস্টের
গ্রেনেড হামলা মামলাসহ অনেক আলোচিত মামলার অন্যতম তদন্তকারী কর্মকর্তা
সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাহার আকন্দ।
গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. শাহাদাত হোসেন ও পিরোজপুর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আয়োজক
সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. কাজী সাইফুদ্দিনএ সময় উপস্থিত ছিলেন।

আবদুল কাহার আকন্দ বলেন, ‘আমরা এই দেশকে কখনোই মুক্তিযুদ্ধের
চেতনাবিরোধীদের হতে যেতে দিতে পারি না। তারা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের
চেষ্টা করছে। ৭৫’র পর ২১ বছর এই চেষ্টা চলেছে। কিন্তু প্রতিবারই
মুক্তিযোদ্ধার সন্তানেরা তা প্রতিহত করেছে।’

তিনি বলেন, আজ মুক্তিযোদ্ধার সন্তানদের হাতে আলো জ্বলবে। এর মাধ্যমে দেশ
থেকে অন্যায়, অবিচার, অনাচার, সাম্প্রদায়িকতা দূর হবে। তৈরি হবে
বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।

বিএনপিকে উদ্দেশ করে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘তারা দেশে অস্থিতিশীল
পরিস্থিতি সৃষ্টি করতে চায়, বাংলাদেশকে বিশ্বের বুকে সন্ত্রাসী দেশ
হিসেবে প্রমাণ করতে চায়। তারা আরেকটি ১৫ আগস্ট সৃষ্টি করতে চায়। কিন্তু
এদেশে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের প্রজন্মরা বেঁচে থাকতে
তাদের এই আশা কোনো দিন পূরণ হবে না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার উদ্দেশ্যেই বঙ্গবন্ধুকে
হত্যা করা হয়েছিলো, কারণ বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর পাকিস্তানের সাথে
কনফেডারেশন করার, জাতীয় পতাকা, জাতীয় সংগীত পরিবর্তনের এবং রেডিও,
টেলিভিশনসহ সব ক্ষেত্রে পাকিস্তানি ভাবধারা ফিরিয়ে আনার অপচেষ্টা
হয়েছিলো।

তারপরের ২০ বছরের অচলাবস্থা ভেঙ্গে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ
হাসিনা ১৯৯৬ সালে আবার সরকার গঠন করার মধ্য দিয়ে এবং ২০০৮ সালে সরকার গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশকে সাড়ে ১৪ বছরে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, তার ফলে বাংলাদেশ আজ পৃথিবীর সামনে একটি গর্বিত রাষ্ট্র।’

মিছিলের আগে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তানের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি দেশে এখনো ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে আলোর দিকে নিয়ে যেতে হবে’। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের বিষয়টি অন্তর্ভূক্ত করার দাবি জানান।

সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের
প্রেসিডিয়াম সদস্য ও শহীদ সংসদ সদস্য নূরুল হক হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহীন, সহ-সভাপতি ওমর ফারুক সাগর, আকবর হোসেন মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশীদ রনি, আজহারুল ইসলাম অপু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আল ইমরান শিকদার, সম্পাদক মন্ডলীর সদস্য আনিসুর রহমান মোল্লা, মাহমুদুল হাসান রুবেল, কেন্দ্রীয় সদস্য আবুল বাশার জুয়েল, ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন দ্রুব, সিলেট জেলা সভাপতি আতাউর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহমুদুল হাসান চৌধুরীর নাতি ফয়জুল হাসান চৌধুরী সামি।

বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি: ইঞ্জি. আবদুস সবুর।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. ইঞ্জি. আবদুস সবুর বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে স্বাধীনতা অর্জিত হয়েছিল৷ দিশেহারা জাতি পেয়েছিল একটি পরিচয়।

বাংলাদেশ পেয়েছিল একটি স্বাধীন পতাকা ও নিজস্ব মানচিত্র৷ বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী তাঁর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এদেশের অর্থনৈতিক মুক্তির কারিগর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিঁনিই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি দিয়েছেন৷ যুদ্ধের পর তলাবিহীন ঝুঁড়িকে সম্পদ ও সুযোগে পরিপূর্ণ। বিশ্বকে বাঙালি জাতি আজ মাথা উঁচু করে দাড়াঁতে পারে।

রাজধানীতে জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ,জনস্বাস্থ্য প্রকৌশল শাখার উদ্যোগে সোমবার (১৪ আগস্ট ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এসব কথা বলেন৷

প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, সরকারের অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী দেশের প্রকৌশলী সমাজ৷ সামনে নির্বাচন। এই নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো ক্ষমতা আনতে দেশের জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই কাজ করবো, এই হোক আমাদের শপথ।

তিনি আরও বলেন, জনস্বার্থে সরকার ব্যাপক উন্নয়ন করেছেন। করোনা প্রতিরোধে সারাবিশ্বের রোল মডেল বাংলাদেশ। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করবে। দেশের জনগণই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিবে৷

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশল শাখার সভাপতি প্রকৌশলী নজরুল ইসলাম মিয়ার সঞ্চালনা ও সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: নুরুজ্জামান, জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: সরোয়ার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ, প্রকৌশলী মীর আব্দুস সাহিদ প্রমুখ।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: নুরুজ্জামান বলেন, দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে এতে কোন সন্দেহ নেই। স্বাধীনতার পর ১৯৭৫ সালে ১৫ আগস্ট তারাই ঘটিয়েছিল যারা বাংলাদেশের অস্তিত্ব মেনে নিতে পারে নাই।বর্তমানে আরেকটি আগস্ট যেনো না ঘটে সেইজন্য সকল প্রকৌশলীরাই সজাগ থাকবে।

জনস্বাস্থ্যের প্রধান প্রকৌশলী মো: সরোয়ার বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বাংলাদেশের জন্ম না হলে পাকিস্তানের মতোই আমাদের অবস্থা হতো৷ বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশে বান্দরবান পৌর শহরের রাতকে অনন্য রূপধারায় প্রজ্জ্বলিত করেছে : পার্বত্য মন্ত্রী

রোজায় সুবিধাবঞ্চিতদের জন্য ইফতার আয়োজনে রিয়েলমি

বিপুল ভোটে বিজয়ের পথে জাপার মোস্তফা

সাভার গলফ্ ক্লাবে ‘মুজিব বর্ষ ১ম রেডিয়েন্ট ফার্মা কাপ গলফ্ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর সনদপত্র বিতরণ 

ডালের উৎপাদন বেড়েছে ৪ গুণ, লক্ষ্য এখন স্বয়ংসম্পূর্ণ হওয়া : কৃষিমন্ত্রী

ভারতের আলোচিত অভিনেত্রীর আরিয়ার মরদেহ উদ্ধার

নতুন নিয়োগপ্রাপ্ত দুই বিচারপতির শপথ গ্রহণ

সরকার ধান ও চালের সঠিক ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় : খাদ্যমন্ত্রী

বাংলাদেশ সেমিকন্ডাক্টর যুগে প্রবেশ করলো : আইসিটি প্রতিমন্ত্রী পলক

ব্রেকিং নিউজ :