নোয়াখালী প্রতিনিধি:
মুজিব বর্ষের অঙ্গিকার , বাংলাদেশ কুটির হোক, গৃহহীন অসহায় জনতার” এই স্লোগানে হাতিয়ার তমরদ্দি ইউনিয়নে ৮টি ও সোনাদিয়া ইউনিয়নে ১টি ও চরকিং ইউনিয়নে একটিসহ ১০টি গৃহহীন পরিবারকে সম্পূর্ন নতুন ঘর তৈরি করে দেয় বাংলাদেশ কুটির হাতিয়া নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডে ১০টি পরিবারের মধ্যে তিনটি পরিবারে মাঝে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি হস্তান্তর করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান হোসেন ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কুটির হাতিয়া শাখার সভাপতি তাছলিম আলম সেলিম, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মঞ্জু প্রমূখ।