300X70
শুক্রবার , ১৬ ডিসেম্বর ২০২২ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ ও দূর্নীতি
  2. আইন ও আদালত
  3. আনন্দ ঘর
  4. আনন্দ ভ্রমন
  5. আবহাওয়া
  6. আলোচিত খবর
  7. উন্নয়নে বাংলাদেশ
  8. এছাড়াও
  9. কবি-সাহিত্য
  10. কৃষিজীব বৈচিত্র
  11. ক্যাম্পাস
  12. খবর
  13. খুলনা
  14. খেলা
  15. চট্টগ্রাম

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৬, ২০২২ ১২:১০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর উন্মুক্ত করা হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এসময় ঢল নামে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের।

সকালে জাতীয় স্মৃতিসৌধে এসে দেখা যায়, শিশু থেকে বৃদ্ধ অধিকাংশের হাতে ছিল লাল-সবুজের পতাকা। বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গসহ, স্থানীয় ও দেশের দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ এসেছেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

সাভারের বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মণ্ডল জানান, আমি আমার সহযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছি। আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে বেঁচে আছি। কিন্তু আমার সহযোদ্ধারা এই স্বাধীনতা ছিনিয়ে আনতে জীবন দিয়েছেন। তারা স্বাধীনতা দেখে যেতে পারেননি। আজ তারা সর্বস্তরের জনগণের শ্রদ্ধায় সিক্ত। এটাও আমার কাছে বড় পাওয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আমাদের প্রতিজ্ঞা হল এগিয়ে যাওয়ার পথে সবধরণের অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

এদিকে শ্রদ্ধা জানাতে আসা সাধারণের প্রত্যাশা, সুখী-সমৃদ্ধ-উন্নত বাংলাদেশের, যেখানে থাকবে না কোনও বৈষম্য আর দুঃখগাঁথা।

সর্বশেষ - খবর

ব্রেকিং নিউজ :