বাহিরের দেশ ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা। ফলে তার পূর্বনির্ধারিত ঢাকা সফর স্থগিত করা হয়েছে। তিন দিনের সফরে আজ শনিবার সকালে তাঁর ঢাকায় আসার কথা ছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি।
এই কারণে তিনি আজ ঢাকা সফরে আসতে পারছেন না।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ওআইসি মহাসচিবকে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সফরকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাতের কথা ছিল।