নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : হত্যাসহ ১১ মামলার ওয়ারেন্টভুক্ত লিটন মিয়া (৩১) নামের পলাতক আসামীকে রাজধানী ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করেছে র্যাব। লিটন মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বালুচড়া গ্রামের মৃত ইস্তাজ আলী ওরফ বুদুর ছেলে।
ময়মনসিংহের গৌরীপুরের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী লিটনকে গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করে র্যাব-৩ এর একটি টিম।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদ এবং তথ্য প্রযুক্তির ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে, ময়মনসিংহ জেলার গৌরীপুর এলাকায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় অবস্থান করছে।
পরবর্তীতে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় র্যাব গোপনে বিশেষ অভিযান চালিয়ে লিটনকে আটক করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃত মোঃ লিটন ময়মনসিংহ জেলার গৌরীপুর এলাকায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত লিটন ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাসহ বিভিন্ন থানায় একটি হত্যাসহ মোট ১১ টি মামলা রয়েছে বলে সে জানায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।