আনন্দ ঘর ডেস্ক : দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে খ্যাতি কুড়িয়েছেন ঢাকার অভিনয়শিল্পী জয়া আহসান। কলকাতার চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন তিনি। তার অভিনীত টলিউড চলচ্চিত্র ‘বিনি সুতোয়’। ২০১৯ সাল মুক্তিপ্রাপ্ত আলোচিত এ সিনেমা এবার বিশ্বখ্যাত হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪০তম আসরের জন্য চূড়ান্ত হয়েছে।
আগামী ৫ নভেম্বর শুরু হবে যুক্তরাষ্ট্রের হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। এ উৎসবের ওয়েবসাইট থেকে জানা যায়, ‘বিনি সুতোয়’ (উইদাউট স্ট্রিংস) ‘স্পটলাইট অন ইন্ডিয়া’ বিভাগের জন্য মনোনীত হয়েছে।
জয়া আহসান বলেন—ভারতের একমাত্র চলচ্চিত্র হিসেবে আমার অভিনীত ‘বিনে সুতোয়’ চলচ্চিত্রটি নামি এই উৎসবের জন্য চূড়ান্ত হয়েছে। এর অংশীদার হিসেবে খবরটি আমার জন্য উৎসাহের। আমার পরিচালক ও টিমের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
‘বিনে সুতোয়’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অতনু ঘোষ। এতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এ চলচ্চিত্রের একটি গানে কণ্ঠও দিয়েছেন জয়া আহসান।